Site icon Electrical Gurukul [ ইলেকট্রিকাল গুরুকুল ] GOLN

অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতিতে রেজিস্ট্যান্স পরিমাপ | ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্টস – ০২

অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতিতে রেজিস্ট্যান্স পরিমাপ ক্লাসটি “ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্টস – ০২ [Electrical and Electronic Measurements-02 ]” কোর্সের “অধ্যায় ০৪/Chapter 04” এ পড়ানো হয় | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ৬ষ্ঠ সেমিস্টার, ইলেকট্রিক্যাল টেকনোলজি [ 6th Semester, Electrical Technology ] এ পড়ানো হয়।

 

অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতিতে রেজিস্ট্যান্স পরিমাপ

 

অ্যামিটার:

কোন বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের পরিমান নির্ণয় করার যন্ত্রকে অ্যামিটার বলে। অ্যামিটার, একটি যন্ত্র, যার সহায়তায় বিদ্যুতের প্রবাহ সরাসরি বৈদ্যুতিক একক অ্যাম্পিয়ারে পরিমাপ করা যায়। এটি একটি গ্যালভানোমিটার যার রোধক খুবই কম। এটিকে বর্তনীর সাথে সিরিজে যুক্ত করতে হয়। এর ফলে সম্পূর্ণ বিদ্যুৎপ্রবাহ মিটারের কয়েল দিয়ে প্রবাহিত হয়।

 

 

ভোল্টমিটার:

যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোন দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারটিকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করতে হবে। ভোল্টমিটার হল বর্তনীর সঙ্গে সঙ্গে সমান্তরালে যুক্ত একটি উচ্চ রোধবিশিষ্ট যন্ত্র।

 

অ্যামিটার ও ভোল্টমিটার এর পার্থক্য:

কোন বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের পরিমান নির্ণয় করার যন্ত্রকে অ্যামিটার বলে। অ্যামিটার, একটি যন্ত্র, যার সহায়তায় বিদ্যুতের প্রবাহ। অ্যামিটার ও ভোল্টমিটার এর পার্থক্য নিম্নরুপ-

১। অ্যামিটারের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়। অন্যদিকে ভোল্টমিটারের সাহায্যে বর্তনীর যেকোনো দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করা হয়।

২। অ্যামিটার বর্তনীতে শ্রেণী সংযোগে যুক্ত থাকে। অন্যদিকে ভোল্টমিটার বর্তনীতে সমান্তরাল সংযোগে সংযুক্ত থাকে।

৩। অ্যামিটারের সাথে সমান্তরালে একটি কম মানের রোধ যুক্ত থাকে। অন্যদিকে ভোল্টমিটারের সাথে সিরিজে একটি উচ্চমানের রোধ যুক্ত থাকে।

৪। অ্যামিটারে সান্টের রোধ কম হয়। অন্যদিকে ভোল্টমিটারে সান্ট থাকেনা। তবে কোন কোন ক্ষেত্রে গ্যালভানোমিটার অংশে সান্ট থাকতে পারে যা ভোল্টমিটার কে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে।

৫। অ্যামিটারে প্রবাহকে অ্যাম্পিয়ার এককে প্রদর্রশন করে অর্থাৎ একক অ্যাম্পিয়ার। অন্যদিকে ভোল্টমিটারের গায়ে ভোল্ট এককে দাগ কাটা থাকে অর্থাৎ ভোল্টমিটার এর একক ভোল্ট।

 

 

অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতিতে রেজিস্ট্যান্স পরিমাপ নিয়ে বিস্তারিত :

 

 

আরও দেখুনঃ

Exit mobile version