আজকে আমাদের আলোচনার বিষয়-ওয়াটার লেভেল কন্ট্রোলার সার্কিটের ডিজাইন।যা ওয়াটার লেভেল কন্ট্রোলার ডিজাইন ও তৈরিকরণ এর অন্তর্ভুক্ত।
ওয়াটার লেভেল কন্ট্রোলার সার্কিটের ডিজাইন
এ সার্কিটে একটি টাইমার আইসি IC 555 ব্যবহৃত হয়ে থাকে, যা একটি স্ট্যাবল মাল্টিভাইব্রেটর হিসাবে কাজ করে। BC 14 ট্রানজিস্টর ব্যবহৃত হয়, একটি রিলেকে পরিচালনা করার নানা যখন ট্যাংকের পাটি C লেভেলে এবং A প্রান্তের নিচের অংশের সমান হয় তখন রেজিস্টর 390K এর মধ্য দিয়ে IC 555 এর 2 নং পিনে ট্রিগার হয়।
ফলে আইসি নং পিন হাইলেভেল উন্নতি হয় ট্রানজিস্টর BC 148 এর বেসে সিগন্যাল প্রদান করে সুইচিং ক্রিয়া চালু হয়ে রিলেটি ON হয়। এতে মোটরটি ON হয় এবং ট্যাংকের পানি ভর্তি হতে থাকে। যখন পানি ট্যাংকে পরিপূর্ণ হয়ে B লেভেল পর্যন্ত আসে, তখন IC এর নেং পিনে সিগন্যাল প্রদান কারণে IC এর उনং পিনে লো-লেভেল সিগন্যাল প্রদান করে।
ফলে ট্রানজিস্টর BC 148 এর বেসে কোনো সিগন্যাল থাকে না বিধায় ট্রানজিস্টরটির সুইচিং ক্রিয়া OFF হয়ে যায়, তখন রিলে বন্ধ হয়ে মোটরটি OFF হয়ে যায়।
সার্কিটের ডায়াগ্রাম অঙ্কন
তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির তালিকা
১। টাইমার আইসি (IC-555) -১ টি
২। ট্রানজিস্টর (Transistor-BC 148 ) -১ টি
৩। রেজিস্টর (Resistor-560E- Green Blue-Brown-Golden)- ১ টি
8।রেজিস্টর (Resistor-220k-Red-Red-Yellow-Golden) -১ টি
৫।রেজিস্টর(Resistor-390k-Orange-White-Yellow-Golden) -১ টি
৬। রেজিস্টর (Resistor-470k – Yellow Violet Yellow Golden) -১ টি
৭। রিলে (Rellay 9V)- ১ টি
৮। আইসি বেস (IC Base-8 pin) -১ টি
৯। টিল্ড কপার ওয়্যার (Tinned Copper wire Plastic coated approx. 20m) – ১টি
১০। পিসিবি (PCB)- ১ টি
১১। ট্রেইনার ব্রোড (Trainner board)- ১ টি
১২। পানির ট্যাংক (Water tank) -১ টি
১৩। মোটর (Motor) -১ টি
১৪। মাল্টিমিটার (Multimeter) -১ টি
১৫। সোল্ডারিং আয়রন (Soldering iron ) -১ টি
১৬। সোল্ডারিং লিড (Soldering lead)- প্রয়োজনমতো
১৭। কানেকটিং ওয়্যার (Connecting wire)-প্রয়োজনমতো
আরও দেখুনঃ