আজকে আমাদের আলোচনার বিষয় ওহমিক রেজিস্ট্যান্স ও ইফেক্টিভ রেজিস্ট্যান্সের সংজ্ঞা ও তুলনা
Table of Contents
ওহমিক রেজিস্ট্যান্স ও ইফেক্টিভ রেজিস্ট্যান্সের সংজ্ঞা ও তুলনা
ওহমিক রেজিস্ট্যান্স ও ইফেক্টিভ রেজিস্ট্যান্সের সংজ্ঞা ও তুলনা
ওহমিক রেজিস্ট্যান্স (Ohmic resistance) :
একটি রেজিস্ট্যান্স কর্তৃক ডাইরেক্ট কারেন্টের (ডিসি) প্রদত্ত বাধাকেই ওমিক রেজিস্ট্যান্স বলে। একে অনেক সময় ডিসি রেজিস্ট্যান্সও বলা হয়। এটাই রেজিস্ট্যান্সের প্রকৃত মান। ডিসি রেজিস্ট্যান্স বা রোধ পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং পরিবাহী পদার্থের গুণাগুণের উপর নির্ভরশীল। এটা পরিবাহীর প্রকৃত রেজিস্ট্যান্স নির্দেশ করে এবং এর মান R = PL / A হয় ।
কার্যকরী রেজিস্ট্যান্স (Effective resistance) :
একটি সার্কিট কর্তৃক অল্টারনেটিং কারেন্টকে প্রদত্ত বাধা (ওহমিক রেজিস্ট্যান্স, স্কিন ইফেক্ট, এডি কারেন্ট, , ডাই- হিসটেরেসিস্ ইলেকট্রিক লস-জনিত সম্মিলিত বাধা)-কে কার্যকরী বা ইফেক্টিভ রেজিস্ট্যান্স বলে। এসি সার্কিটের ভোল্টেজ, কারেন্ট এবং ফ্রিকুয়েন্সি অনুপাতে পরিবর্তিত হয়। অনেক সময় একে এসি রেজিস্ট্যান্সও বলা হয়।
ওমিক এবং ইফেক্টিভ রেজিস্ট্যান্সের মধ্যে তুলনা
ওহমিক রেজিস্ট্যাম
(ক) কন্ডাক্টরের প্রকৃত রেজিট্যান্স, যা ডাইরেক্ট কারেন্ট (ডিসি)-কে বাধা দেয়।
(খ) এ রেজিস্ট্যান্সের কারণে কন্ডাক্টরের সমগ্র প্রস্থচ্ছেদ জুড়ে ডিসি প্রবাহিত হয়।
(গ) এর মান পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে।
(ঘ) এর উপর স্কিন ইফেক্ট, এডি কারেন্ট, হিসটেরেসিস, ডাই-ইলেকট্রিক, ইত্যাদি লস-জনিত কোন ফ্যাক্টর প্রভাব ফেলে না ।

ইফেক্টিভ রেজিস্ট্যান্স
(ক) কন্ডাক্টরের মোট রেজিস্ট্যান্স, যা ‘অল্টারনেটিং-কারেন্ট (এসি)-কে বাধা দেয় ।
(খ) এ রেজিস্ট্যান্সের কারণে কন্ডাক্টরের সমগ্র প্রস্থচ্ছেদ জুড়ে এসি প্রবাহিত হওয়ার পরিবর্তে উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, ফলে প্রস্থচ্ছেদ হ্রাস পায় ।
(গ) এর মান শুধু পদার্থের প্রকৃতির উপরই নির্ভর করে না, বরং অন্যান্য ফ্যাক্টর বা উপাত্ত (যেমন— ফ্রিকুয়েন্সি)-এর উপরও নির্ভর করে ।
(ঘ) এর উপর স্কিন ইফেক্ট, এডি কারেন্ট, হিসটেরেসিস, ডাই- ইলেকট্রিক ইত্যাদি লস-জনিত প্রভাব পড়ে বলেই এর প্রকৃত রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় ।
আরও দেখুন :