ইন-আউট ইন্ডিকেটিং মিউজিক্যাল বেল

আজকে আমাদের আলোচনার বিষয়,ইন-আউট ইন্ডিকেটিং মিউজিক্যাল বেল।

ইন-আউট ইন্ডিকেটিং মিউজিক্যাল বেল

ভূমিকা (Introduction):
এটি একটি বিশেষ ধরনের মিউজিক্যাল বেল। এ বেলটি মিউজিক প্রদান করে মূলত কোন কক্ষে প্রবেশ করার ক্ষেত্রে। কক্ষ থেকে বের হওয়ার ক্ষেত্রে শুধু ডিসপ্লেতে OUT লেখা প্রদর্শন করবে। এক্ষেত্রে ডিসপ্লে তৈরি করা হয় মূলত অনেকগুলো লাল ও সবুজ রঙের LED দ্বারা।

সবুজ রঙের LED দ্বারা IN এবং লাল রঙের LED দ্বারা OUT লেখা ডিসপ্লে তৈরি করা হয়। গুরুত্বপূর্ণ আকর্ষণীয় দোকানপাট, বাসাবাড়ি, অফিস-আদালতে এ ধরনের সার্কিট ব্যবহার করা হয়ে থাকে।
প্রয়োজনীয় যন্ত্রাংশ (Essential parts ):
১। মিউজিক্যাল আইসি (IC-UM66)- ১ টি
২। ট্রানজিস্টর TR-BC 147 )- ১ টি
৩। ট্রানজিস্ট (TR – BEL 187 )- ১ টি
৪। ট্রানজিস্টর (TR-BC 158 )- ১ টি

৫। ডায়োড (Diode IN4007)- ১ টি
৬। জিনার ডায়োড (Zener diode-3.1V)- ১ টি

৭। এলইডি-সবুজ (LED-Green)- ১২টি
৮। এলইডি লাল (LED – Red)- ২১টি
৯। রেজিস্টর (Resistor 100E- Brown Blue Brown-Golden)- ১ টি
১০। রেজিস্টর (Resistor-560E – Green Blue-Blown-Golden)- ১ টি
১১। রেজিস্টর (Resistor-4K7 Yellow Violet – Red- Golden)- ১টি
১২। রেজিস্টর (Resistor- 10k – Brown – Black Orang – Golden)- ১ টি
১৩। ক্যাপাসিটর (Capacitor 1000 F. 16v )- ১টি
১৪। ক্যাপাসিটর (Capacitor – 220pF. 25v )- ১ টি
১৫। ক্যাপাসিটর (Capacitor 10 F. 16v)- ১টি
১৬। ট্রান্সফরমার (Transformer 0-9v, 50mA )- ১ টি

১৭। পুশ-টু-অন সুইচ (Push to ON switch)- ২টি
১৮। ২ পোল ২ওয়ে সুইট (2 Pole 2 way switch)- ১টি
১৯। স্পিকার (Speaker – 2.5″)- ১ টি
২০। পিসিবি (PCB)- ১ টি
২১। ট্রেইনার বোর্ড (Trainer board)
২২। মাল্টিমিটার (Multimeter)- ১ টি
২৩। সোল্ডারিং আয়রন ( Soldering iron )- প্রয়োজনমতো
২৪। সোল্ডারিং লেড ( Soldering lead)- প্রয়োজনমতো

২৫। কানেকটিং ওয়্যার (Connecting wire)- প্রয়োজনমতো

সার্কিট বর্ণনা (Circuit description):
এ সার্কিটের দুটি পজিশন থাকে, যথা- IN এবং Out. এ পজিশন নির্বাচন করে 2 পুল 2 ওয়ে সুইচ দ্বারা। IN ডিসপ্লের জন্য 12টি সবুজ রঙের LED ও OUT ডিসপ্লের জন্য 21টি লাল রঙের LED ব্যবহার করা হয়ে থাকে। যখন কক্ষের ভিতরে প্রবেশ করা হয় তখন 2 পোল 2 ওয়ে সুইচের IN পজিশন দ্বারা সুইচ প্রেস হয় তখন IN লেখা LED গুলো ডিসপ্লে হয় এবং তখন একটি স্পিকারের মাধ্যমে একটি মিউজিক বেজে ওঠে।

আবার যখন কক্ষের বাইরে প্রবেশ করা হয় তখন 2 পোল 2 ওয়ে সুইচের Out পজিশন দ্বারা সুইচ প্রেস হয় তখন ‘Out’ লেখা LED গুলো ডিসপ্লেতে প্রদর্শিত হয়। এ সার্কিটে তিন পিনে একটি আইসি UM66 ব্যবহৃত হয়ে থাকে। এ আইসির 1 নং পিনকে আউটপুট পিন ধরা হয়।

এ আউটপুট পিনের মাধ্যমে মিউজিক সিগন্যাল ট্রানজিস্টর BEL-187-এর বেসে প্রদান করা হয়ে থাকে, যা উক্ত সিগন্যালকে বর্ধিত করে স্পিকারে প্রেরণ করে। এ সার্কিটে আরো দুইটি ট্রানজিস্টর যথাক্রমে BC 148 ও BC 158 ব্যবহৃত হয়ে থাকে। এ দুটি ট্রানজিস্টর দ্বারা ফ্লিপ ফ্লপ সার্কিট গঠন করা হয়ে থাকে।

এ সার্কিট পরিচালনার জন্য 9V এর প্রয়োজন হয়। একটি 0-9v এর স্টেপ-ডাউন ট্রান্সফরমার এর মাধ্যমে 220V এসি সরবরাহ থেকে উক্ত 9v উৎপন্ন করে থাকে। এরপর এ 9v এসিকে চারটি ডায়োড IN-4007 দ্বারা গঠিত একটি ব্রিজ সার্কিটের সাহায্যে 9v ডিসি উৎপন্ন করা হয়ে থাকে। পরবর্তীতে উক্ত ডিসি ভোল্টেজকে একটি 100F-এর ক্যাপাসিটর দ্বারা ফিল্টারিং করা হয়।
সার্কিট ডায়াগ্রাম (Circuit diagram):

 

ইন-আউট ইন্ডিকেটিং মিউজিক্যাল বেল

 

কার্যপ্রণালি (Working procedure):
১। “ইন-আউট মিউজিক্যাল রেল এর সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করি।

২। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করি।
৩। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ট্রেইনার বোর্ডে সার্কিট সাজাই।
৪। সার্কিটের আউটপুটে একটি ২.৫”এর স্পিকার সংযোগ করি।

৫। সার্কিটের ২ পোল ২ওয়ে সুইচটি ভালোভাবে স্থাপন করি।

৬। ট্রেইনার বোর্ডে IN এবং Out লেখা ডিসপ্লে সাজাই।
৭। সার্কিটের ইনপুট ট্রান্সফরমারের সাথে একটি টু-পিনের মাধ্যমে AC 220V সরবরাহ করি।
৮। সার্কিট ON করার ব্যবস্থা গ্রহণ করি।
৯। এবার সার্কিটের IN এবং OUT পরিদর্শন করি।
১০। সার্কিট যদি সঠিকভাবে কাজ করে তাহলে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট লে-আউট তৈরি করি।

১১। সার্কিট লে-আউট অনুযায়ী PCB তৈরির প্রক্রিয়াতে PCB তৈরি করি।
১৪ । LED দ্বারা IN ও Out লেখা ডিসপ্লে তৈরি করি।
১৫। PCB ড্রিল করি এবং উক্ত PCB-তে প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করি। যার ধরন নিচের চিত্রের মাধ্যমে লেখানো হলো-

 

ইন-আউট ইন্ডিকেটিং মিউজিক্যাল বেল

 

১৬। PCB-এর সমস্ত যন্ত্রাংশ ভালোভাবে সোল্ডারিং করি।
১৭। LED দ্বারা IN ও OUT লেখা ডিসপ্লে তৈরি করি।
১৮। PCB এর সাথে 2 পোল 2 ওয়ে সুইচ ও IN এবং OUT ডিসপ্লের সাথে সংযোগ প্রদান করি।

১৯। সার্কিটের আউটপুটে একটি স্পিকার সংযোগ প্রদান করি ।
২০। এবার সার্কিটের ইনপুট টু-পিনের সাহায্যে AC220V সরবরাহ প্রদান করি।
২১। সার্কিট ON করার ব্যবস্থা গ্রহণ করি।
২২। সার্কিটের IN ও OUT পর্যবেক্ষণ করি।
২৩। সার্কিটটি সঠিকভাবে কাজ করলে PCB অনুযায়ী সার্কিটটি একটি কভার বক্সে বন্দি করি এবং IN ও OUT ডিসপ্লেটিও একটি কভার বক্সে বন্দি করি।
ডাটা অ্যান্ড রেজাল্ট (Data and results):
এ সার্কিটটি চালু অবস্থায় যখন IN পজিশন পর্যবেক্ষণ করা হলো, তখন IN লেখা ডিসপ্লেটি জলে উঠল এবং স্পিকারে মিউজিক বেজে উঠল । আবার যখন সার্কিটের OUT পজিশন পর্যবেক্ষণ করা হলো, তখন OUT লেখা ডিসপ্লেটি জ্বলে উঠল।

যাচাই প্রণালি (Testing procedure):
১। AC 220V এ কোনো সমস্যা আছে কি না লক্ষ করি।

২। ট্রান্সফরমার ভালোমশ পরীক্ষা করি।
৩। ডায়োডগুলোর ভালোমন্দ মিটারের সাহায্যে পরীক্ষা করি।
৪। মিটারের সাহায্যে ক্যাপাসিটরগুলোর ভালোমন্দ পরীক্ষা করি
৫। মিটারের সাহায্যে ট্রানজিস্টরগুলোর ভালোমন্দ পরীক্ষা করি।
৬। পুশ-টু-অন সুইচগুলো পরীক্ষা করি।
৭। টু-পোল টু-ওয়ে সুইচের ভালোমন্দ যাচাই করি।
৮। LED গুলো মিটারের সাহায্যে ভালোমন্দ পরীক্ষা করি।

৯। মিটারের সাহায্যে জিনার ডায়োডের ভালোমন্দ পরীক্ষা করি
১০। মিটারের সাহায্যে স্পিকারে ভালোমন্দ পরীক্ষা করি।
১১। PCB-এর সমস্ত যন্ত্রাংশ ভালোভাবে সোল্ডারিং করা আছে কি না লক্ষ করি।

১২। PCB-এর কপার সংযোগ ঠিক আছে কি না তা যাচাই করি।
১৩। কোনো সংযোগ শর্ট হয়ে আছে কি না তা মিটারের সাহায্যে যাচাই করি

 

গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

রিপোর্ট তৈরিকরণ (Prepare of report) :
এ প্রজেক্টটি সম্পন্ন করতে মাধ্যমিক একটি ইন-আউট ইন্ডিকেট মিউজিক্যাল বেল সার্কিট সম্পর্কে দক্ষতা অর্জন করা হয়েছে।

এখানে একটি সার্কিট নির্বাচন করে প্রয়োজনীয় মালামাল সংগ্রহের মাধ্যমে PCB তৈরি করা হয়েছে। এ ধরনের প্রজেক্ট ব্যক্তিগত ব্যবহারিক কাজ অথবা বাজারজাতকরণের কাজে আসবে। এ প্রজেক্টটি সম্পন্ন করার ফলে ছাত্রজীবন ও কর্মজীবনে অনেক উপকারে আসবে।

আরও দেখুনঃ

Leave a Comment