ব্যাটারির সাইজ নির্ধারণ

আজকে আমাদের আলোচনার বিষয়- ব্যাটারির সাইজ নির্ধারণ।যা একটি সোলার পাওয়ার সিস্টেম প্রস্তুত এর অন্তর্ভুক্ত।

ব্যাটারির সাইজ নির্ধারণ

 

ব্যাটারির সাইজ নির্ধারণ

 

ব্যাটারির সাইজ নির্ধারণঃ সিস্টেম ডিজাইনের দ্বিতীয় পর্যায়ে রয়েছে ব্যাটারির সাইজ বা ক্ষমতা নির্ধারণ করা। প্রয়োজনের চেয়ে সাইজের ব্যাটিরি যেমন প্যানেল যারা এ করতে অসুবিধা হয় তেমনি ছোট হলে প্রয়োজনীয় চার্জ পাওয়া যায় না। তাই ব্যাটরির সাইজ হাতে হচ্ছে মাঠিক মাপের।

যখন কোনা সোলার হোম সিস্টেম ডিজাইন করা হয় তখন এ ধরনের পরিস্থিতির কথা ধরে নেয়া হয় যে, কোন পর পর কয়েক দিন গেলেও যেন সিস্টেমটি চালু থাকে। যে কয়েক দিনের জন্য এ পরিস্থিতি বিবেচনা করা সিস্টেমটিকে সেই কয়েক দিনের অটোনমি আছে বলা যাবে। তবে প্রকৃতপক্ষে এ অটোনমি যদি একবার ব্যবহার করা হয়ে যায় সেক্ষেত্রে পুনরায় অটোনমির জন্য ব্যাটারিতে চার্জ জমা করা জরুরি।

এর জন্য কিছুদিন সিস্টেমে লোড কম ব্যবহার করতে হবে। কারণ ব্যাটারি চার্জ করার জন্য যে প্যানেল ব্যবহার করা হচ্ছে সেটির সাইজ হিসেবের সময় অটোনমি ধরা হয় নি। সুতরাং লোড কম ব্যবহার করে পুনরায় অটোনমির জন্য সিস্টেমকে প্রস্তুত করতে হবে।

 

গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

মনে রাখতে হবে অটোনমি রিচার্জ না হলে পরবর্তীতে ব্যাটারি আন্ডার চার্জ অবস্থায় বেশি দিন থাকলে ব্যাটারির প্লেটে সালফেট জমে এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে যেহেতু সোলার হোম সিস্টেমে ব্যবহৃত টিউবলার-প্লেট ব্যাটারিকে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ডিসচার্জ করার জন্য প্রস্তুত করা হয়।

কিন্তু ডিসচার্জের পর পুনরায় সেই পরিমাণ চার্জ করা প্যানেলের পক্ষে ২/১ দিনের মধ্যে সম্ভব নয় সেক্ষেত্রে বেশিদিন ৬০% অধিক ডিসচার্জ অবস্থায় থাকলে ব্যাটারির প্লেটে সালফেট জমে ব্যাটারির কার্যক্ষমতা নষ্ট করে ফেলে সে কারণে সোলার হোম সিস্টেম ব্যবহারের সময় এ জাতীয় ব্যাটারির সর্বোচ্চ ডিসচার্জ (Depth of Discharge সংক্ষেপে DOD) ধরা হয় ৬০% ।

 

ব্যাটারির সাইজ নির্ধারণ

ব্যাটারির ক্ষমতা/সাইজ নির্ধারণে সংক্ষিপ্ত কয়েকটি বিবেচ্য বিষয়ঃ
১। ফটোভোল্টিয়েক সিস্টেমে ডিপ সাইকেল ব্যাটারির ক্ষেত্রে Depth of discharge সংক্ষেপে DOD ধরা হয়, সাধারণত
৫৫%-৬০%।
২। ফটোভোল্টাইক সিস্টেমে বিনাচার্জে বিশেষ করে বৃষ্টির দিনে ৩-৫ দিন পর্যন্ত একটি পূর্ণ চার্জিত ব্যাটারি যাতে চলতে
পারে, সেজন্য ব্যাটারির ডে অব অটোনমি (Day of autonomy) ধরা হয় ৩ দিন।

৩। টেম্পারেচার ডিরেটিং ফ্যাক্টর (Temperature derating factor) ধরা হয় ১.২।

আরও দেখুনঃ

Leave a Comment