বৈদ্যুতিক নেটওয়ার্ক অনুশীলনী ২

আজকে আমাদের আলোচনার বিষয় বৈদ্যুতিক নেটওয়ার্ক অনুশীলনী ২

বৈদ্যুতিক নেটওয়ার্ক অনুশীলনী ২

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

১। বৈদ্যুতিক নেটওয়ার্ক বলতে কী বুঝায় ?

উত্তর :- এক বা একাধিক উৎস (Source)-যুক্ত বা উৎসবিহীন দুই বা ততোধিক প্যারামিটারের আন্তঃসংযোগে গঠিত পূর্ণাঙ্গ সার্কিট কিংবা সার্কিটের অংশকে নেটওয়ার্ক বলে

২। অ্যাকটিভ নেটওয়ার্ক বলতে কী বুঝায় ?

উত্তর :- এক বা একাধিক ই.এম.এফ উৎস (Source)-যুক্ত নেটওয়ার্ককে অ্যাকটিভ নেটওয়ার্ক বলে।

৩। প্যাসিভ নেটওয়ার্ক কাকে বলে ?

উত্তর :- কোনোপ্রকার ই.এম.এফ উৎস (Source)-বিহীন নেটওয়ার্ককে প্যাসিভ নেটওয়ার্ক বলে।

৪। কারেন্ট সোর্স বলতে কী বুঝায়?

উত্তর :- কারেন্ট সোর্স এমন এক ধরনের সোর্স, যা লোড রেজিস্ট্যান্সের যে-কোনো পরিবর্তনে এর টার্মিনাল বা প্রান্ত দিয়ে প্রবাহিত কারেন্ট সর্বদা স্থির থাকে।

৫। অ্যাকটিভ ও প্যাসিভ নেটওয়ার্কের তুলনা কর।

উত্তর :- অ্যাকটিভ নেটওয়ার্ক সোর্স এবং প্যারামিটারের সমন্বয়ে গঠিত হয়। অপরদিকে, প্যাসিভ নেটওয়ার্ক শুধুমাত্র প্যারামিটারের সমন্বয়ে গঠিত হয়।

৬। ভোল্টেজ সোর্স বলতে কী বুঝায় ?

উত্তর :- ভোল্টেজ সোর্স এমন এক ধরনের সোর্স, যা লোড রেজিস্ট্যান্সের যে-কোনো মানের জন্য এর টার্মিনালে বা প্রান্তদ্বয়ের মধ্যে স্থির ভোল্টেজ বিদ্যমান থাকে।

৭। একটি আদর্শ ভোল্টেজ সোর্সের সোর্স রেজিস্ট্যান্স কত হওয়া উচিত ?

উত্তর :- শূন্য হওয়া উচিত।

৮। আদর্শ ভোল্টেজ সোর্স কাকে বলে?

উত্তর :- একটি আদর্শ ভোল্টেজ সোর্স তাকেই বলে, যার সোর্স রেজিস্ট্যান্স শূন্য

৯। লিনিয়ার নেটওয়ার্ক কী ?

উত্তর :- যে নেটওয়ার্কের প্যারামিটারসমূহ সর্বদাই স্থির থাকে, অর্থাৎ ভোল্টেজ বা কারেন্টের সাথে পরিবর্তিত হয় না, তাকে লিনিয়ার নেটওয়ার্ক বলে।

১০। কখন কারেন্ট সোর্সকে একটি আদর্শ কারেন্ট সোর্স বলা হয় ?

উত্তর :- সোর্স রেজিস্ট্যান্স অসীম হওয়া উচিত।

১১। বৈদ্যুতিক নেটওয়ার্কের শ্রেণিবিন্যাস কর।

উত্তর :- বৈদ্যুতিক নেটওয়ার্কের শ্রেণিবিন্যাস নিম্নরূপ—

১। অ্যাকটিভ নেটওয়ার্ক

২। প্যাসিভ নেটওয়ার্ক

৩। লিনিয়ার নেটওয়ার্ক

৪ । নন-লিনিয়ার নেটওয়ার্ক

৫ । ইউনিল্যাটারাল নেটওয়ার্ক

৬। বাইল্যাটারাল নেটওয়ার্ক।

১২। কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তরের চিত্র আঁক।

উত্তর :-

বৈদ্যুতিক নেটওয়ার্ক অনুশীলনী ২

 

১৩। নিচের ভোল্টেজ সোর্সের সমতুল্য কারেন্ট সোর্স নির্ণয় কর।

উত্তর :- ভোল্টেজ সোর্সের সমতুল্য কারেন্ট সোর্স নিম্নরূপ—

 

বৈদ্যুতিক নেটওয়ার্ক অনুশীলনী ২

 

১৪। কারেন্ট সোর্স কোথায় ব্যবহৃত হয় ?

উত্তর :- | ইলেকট্রনিক সার্কিটে পেন্টোড ভ্যাকুয়াম টিউবে, কমন বেস ট্রানজিস্টরে, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরে ।

১৫। বাইল্যাটারাল সার্কিট কী ?

উত্তর :- যে নেটওয়ার্কের উভয় দিক হতে কারেন্ট প্রবাহের ফলে বৈদ্যুতিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না, তাকে বাইল্যাটারাল নেটওয়ার্ক বলে। ট্রান্সমিশন লাইন বাইল্যাটারাল নেটওয়ার্কের উদাহরণ ।

১৬। লুপ বলতে কী বুঝায়?

উত্তর :- এটা একটি সার্কিটের বদ্ধপথ, যাতে কোনো উপাদান বা নোড একাধিক বারের অধিক বিরোধিতার সম্মুখীন হয় না।

১৭। ‘এল’ নেটওয়ার্ক বলতে কী বুঝায় ?

উত্তর :- এটি দুটি সিরিজ রেজিস্ট্যান্স দ্বারা গঠিত এমন একটি সার্কিট, যার মুক্ত প্রান্তদ্বয় সরবরাহের প্রান্তদ্বয়ের সাথে এবং রেজিস্ট্যান্সদ্বয়ের সংযোগস্থল ও একটি মুক্ত প্রান্ত অন্য একটি সরবরাহের প্রাস্তদ্বয়ের সাথে সংযুক্ত করা হয়।

১৮। নেটওয়ার্ক এর চিত্র অঙ্কন কর।

উত্তর :- T-নেটওয়ার্ক-এর চিত্র অঙ্কন

 

বৈদ্যুতিক নেটওয়ার্ক অনুশীলনী ২

 

১৯। ইলেকট্রিক নোড বা জাংশন কাকে বলে ?

উত্তর :- নোড বা জাংশন হলো একটি সার্কিট বা নেটওয়ার্কের সংযোগস্থল, যেখানে দুই বা ততোধিক সার্কিট উপাদান একত্রে সংযোগ করা হয়।

২০। পাই-নেটওয়ার্ক অঙ্কন করে দেখাও।

উত্তর :- নিয়ে পাই-নেটওয়ার্ক অঙ্কন করা হলো-

 

২১। এসি সার্কিটে ব্যবহৃত অ্যাকটিভ এলিমেন্টগুলো কী কী ?

উত্তর :- এসি সার্কিটে ব্যবহৃত অ্যাকটিভ এলিমেন্টগুলো হলো-

(i) ব্যাটারি
(ii) জেনারেটর
(iii) অপারেশনাল অ্যামপ্লিফায়ার।

২২। ইউনিল্যাটারাল নেটওয়ার্ক বলতে কী বুঝায় ?

উত্তর :- এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক, যার কার্যক্রম বা অপারেশনের দিক অনুযায়ী এর বৈশিষ্ট্য বা গুণাবলি পরিবর্তিত হয়। যেমন- একটি ডায়োড রেকটিফায়ার একটি ইউনিল্যাটারাল সার্কিট বা নেটওয়ার্ক, যা উভয় দিকে শোধন বা রেটিফিকেশন সম্পন্ন করতে পারে না।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

১। বৈদ্যুতিক সার্কিট ও নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কী ?

উত্তর :- বৈদ্যুতিক সার্কিট এমন একটি বদ্ধপথ, যা বৈদ্যুতিক শক্তির উৎস, রেজিস্ট্যান্স এবং অন্যান্য সার্কিট উপাদান (প্যারামিটারস) দ্বারা গঠিত, যার মধ্য দিয়ে সহজেই বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হয় বা হতে পারে।

কিন্তু বৈদ্যুতিক শক্তির এক বা একাধিক উৎস এবং বিভিন্ন প্রকারের সার্কিট উপাদানের সমন্বিত যে-কোনো ব্যবস্থাকে বৈদ্যুতিক নেটওয়ার্ক বলে।

২। বৈদ্যুতিক নেটওয়ার্কের সংজ্ঞাসহ প্রকারভেদ লেখ।

উত্তর :- দুই বা ততোধিক সরল সার্কিট উপাদান পরস্পর যুক্ত হয়ে যে সার্কিট গঠিত হয়, তাকে বৈদ্যুতিক নেটওয়ার্ক
উত্তর বলে। নিম্নে নেটওয়ার্কের প্রকারভেদ দেয়া হলো ঃ

উৎস অনুসারে-

(ক) অ্যাকটিভ নেটওয়ার্ক, (খ) প্যাসিভ নেটওয়ার্ক।

প্যারামিটারের বৈশিষ্ট্য অনুসারে-

(ক) লিনিয়ার নেটওয়ার্ক, (খ) নন-লিনিয়ার নেটওয়ার্ক।

অপারেশনের ধরন অনুসারে –

(ক) ইউনিল্যাটারাল নেটওয়ার্ক, (খ) বাইল্যাটারাল নেটওয়ার্ক।

সংযোগের ধরন অনুসারে-

(ক) এল-নেটওয়ার্ক, (খ) টি-নেটওয়ার্ক, (গ) পাই-নেটওয়ার্ক ।

৩। অ্যাকটিভ ও প্যাসিভ নেটওয়ার্কের পার্থক্য লেখ।

উত্তর :- নিম্নে অ্যাকটিভ ও প্যাসিড নেটওয়ার্কের পার্থক্য দেয়া হলো-

অ্যাকটিভ-নেটওয়ার্ক

(ক) এতে উৎসসহ (ভোন্টেজ এবং কারেন্ট-উৎস) প্যারামিটারস থাকে।

(খ) এতে উৎস (অর্থাৎ ভোন্টেজ উৎস বা কারেন্ট-উৎস বা উভয়টিই) থাকে ।

(গ) এতে উৎস থাকে বিধায় সরাসরি কাজ পাওয়া যায় ।

(ঘ) সার্কিট চিত্র :

 

বৈদ্যুতিক নেটওয়ার্ক অনুশীলনী ২

 

প্যাসিড নেটওয়ার্ক

(ক) এতে উৎসবিহীন প্যারামিটারস থাকে ।

খ) এতে কোনো উৎসই থাকে না।

(গ) এতে উৎস থাকে না বিধায় কোনো কাজ পাওয়া যায় না ।

(ঘ) সার্কিট চিত্র :

 

বৈদ্যুতিক নেটওয়ার্ক অনুশীলনী ২

 

8। একটি ব্যবহারিক ভোল্টেজ সোর্সকে ব্যবহারিক কারেন্ট সোর্সে রূপান্তর কর।

উত্তর :- একটি সিরিজ রেজিস্ট্যান্সসহ প্রদত্ত একটি ভোল্টেজ সোর্সকে একটি প্যারালাল রেজিস্ট্যান্সসহ একটি সমতুল্য কারেন্ট সোর্সে রূপান্তরিত করা যেতে পারে। ধরা যাক,

(ক) নং চিত্রের ভোল্টেজ সোর্সকে একটি সমতুল্য কারেন্ট সোর্সে রূপান্তরিত করতে চাই, তাহলে প্রথমেই সোর্স কর্তৃক সরবরাহকৃত কারেন্টের মান বের করতে হবে। যখন A এবং B প্রান্তদ্বয়ের আড়াআড়ি শর্ট করতে হবে, যা

(খ) নং চিত্রে দেখানো হয়েছে, তখন এই কারেন্ট হবে—

একটি কারেন্ট সোর্স, যা এই কারেন্ট (I) এবং এর সাথে প্যারালালে সংযুক্ত একই রেজিস্ট্যান্স সহযোগে সরবরাহ করছে, সমতুল্য সোর্স হিসেবে প্রতিনিধিত্ব করে।

 

বৈদ্যুতিক নেটওয়ার্ক অনুশীলনী ২

 

৫। ‘টি’ নেটওয়ার্ক কাকে বলে ?

উত্তর :-  এটি তিনটি রেজিস্ট্যান্স ‘স্টার’ সংযোগে গঠিত এমন একটি সার্কিট, যার প্রতিটি প্রান্ত একটি সাধারণ বা ‘কমন’ বিন্দুতে সংযোগ করা হয় এবং অবশিষ্ট প্রান্তগুলোর একটি ‘ইনপুট’ প্রান্তে, একটি ‘আউটপুট’ প্রান্তে এবং অন্যটি ‘ইনপুট’ ও ‘আউটপুট’ প্রান্তের সাধারণ বিন্দুতে সংযোগ করা হয়।

৬। ‘পাই’ নেটওয়ার্ক বলতে কী বুঝায় ?

উত্তর :-  এটি তিনটি রেজিস্ট্যান্স ‘ডেল্টা’ সংযোগে গঠিত এমন একটি সার্কিট, যার প্রতিটি রেজিস্ট্যান্স পরস্পর সিরিজে সংযুক্ত হয়ে একটি বদ্ধ সার্কিটের সৃষ্টি করে এবং প্রতিটি সংযোগস্থলের একটি ‘ইনপুট’ প্রান্ত, একটি ‘আউটপুট’ প্রান্ত এবং একটি ‘ইনপুট’ ও ‘আউটপুট’ প্রান্তের সাধারণ বিন্দুতে সংযোগ করা হয়।

আরও দেখুন :

Leave a Comment