আজকে আমাদের আলোচনার বিষয়-অ্যাকোয়ারিয়াম থার্মো স্ট্যাট।
অ্যাকোয়ারিয়াম থার্মো স্ট্যাট
ভূমিকা (Introduction) :
এটি একটি শখের প্রজেক্ট। এ সার্কিটটি সবার জন্য প্রযোজ্য নয়। কেবলমাত্র যাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে শুধু তাদের জন্য। আমাদের দেশে এ সার্কিটটি বেশি কাজে লাগে শীতকালে। কারণ এ সময় ঠান্ডার জন্য অনেক মাছ মরে যায়। সাধারণত এ সকল অ্যাকোয়ারিয়ামে যথেষ্ট দামি ও দুর্বল মাছও থাকে।
এ সমস্যার থেকে কিছুটা Thermister TH কে পানিতে ডোবানো থাকে। এ ধরনের সার্কিট উচ্চবৃত্ত বাড়ি, অফিস, ফাস্ট ফুড, চাইনিজ রেস্টুরেন্টে ব্যবহৃত হয়ে থাকে।
প্রয়োজনীয় যন্ত্রাংশ (Essential parts) :
১। ট্রান্সফরমার (Transformer 0-9V)- ১টি
২। রিলে (Relay 9V-20092)- ১টি
৩। ট্রানজিস্টর (Transistor 2N 2926)- ৩টি
৪। ডায়োড (Diode – IN 4001)- ১টি
৫। ডায়োড (Diode- IN4148)- ১টি
৬। রেজিস্টর (Resistor-lk)- ১টি
৭। রেজিস্টর (Resistor-22k)- ১টি
৮। রেজিস্টর (Resistor 10k)- ১টি
৯। রেজিস্টর (Resistor-56k)- ১টি
১০। ক্যাপাসিটর (Capacitor 1000F)- ১টি
১১। ভেরিয়্যাবল রেজিস্টর (Control Resistor VR 1 = 2k2)- ১টি
১২। ভেরিয়্যাবল রেজিস্টর (Control Resistor VR 2 = 250-12 )- ১টি
১৩। ভেরিয়্যাবল রেজিস্টর (Control Resistor VR3 = 500-52)- ১টি
১৪। থার্মিস্টার (Thermister-TH)- ১টি
১৫। নিয়ন ল্যাম্প (Neon lamp)- ১টি
১৬। হিটার (Heater)- ১টি
১৭। পিসিবি (PCB)- ১টি
১৮। ট্রেইনার বোর্ড (Trainer board)- ১টি
১৯। মাল্টিমিটার (Multimeter)- ১টি
২০। সোল্ডারিং আয়রন (Soldering iron)- ১টি
২১। সোল্ডারিং লেড ( Soldering lead)– প্রয়োজনমতো
২২। কানেকটিং ওয়্যার (Connecting wire)- প্রয়োজনমতো
২৩। অ্যাকোয়ারিয়াম বক্স (Aquarium box)- ১টি
সার্কিট বর্ণনা (Circuit description) :
ভেরিয়্যাবল রেজিস্টর VR1. VR2. 3 VR, এর সাহায্যে এ সার্কিটকে নানাভাবে নিয়ন্ত্রণ করতে হয়। থার্মিস্টার TH কে মুক্ত বাতাসে রেখে ও VR, কে পুরোটা খুলে (Clock-wise) চালু করতে হয়। তখন VR কে ঘোরালে রিলে ON হয়, আবার বিপরীত দিকে গেলে OFF হয়।
আবার VR, কে Clock wise ঘোরাতে হয়। এরপর VR) কে ঘোরালে রিলে ON হবে। আবার VR, কে উল্টাদিকে (Anti-clock wise) ঘোরালে রিলে OFF হয়। VR) কে আবার Clock wise খোৱালে রিলে ON হয়। এ অবস্থায় থার্মিস্টারেরর উপর নিশ্বাস এর গরম হাওয়া ছাড়লে রিলে OFF হয়ে যাবে।
এবার থার্মিস্টারকে অ্যাকোয়ারিয়ামের পানিতে ডোবাতে হবে এবং VR, কে ঘুরিয়ে রিলে ON করতে হবে। রিলে ON হলে হিটার ON হবে এবং পানি গরম হতে থাকবে। পানির তাপমাত্রা প্রয়োজনীয় সীমায় পৌঁছালেই VR, কে পিছাতে হবে। VR, এর সাথে VR, কেও Adjust করতে হবে, যাতে ঐ তাপমাত্রায় রিলে OFF হয়। VR, এর সাহায্যে দুই তাপমাত্রা নিয়ন্ত্রণ ও অ্যাকোয়ারিয়ামের তাপমাত্রা Adjust করা সম্ভব।
সার্কিট ডায়াগ্রাম (Circuit diagram) :
কার্যপ্রণালি (Working procedure):
১। একটি অ্যাকোয়ারিয়াম থার্মোস্ট্যাট সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করি।
২। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করি।
৩। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী টেইনার বোর্ডে সার্কিট সাজাই।
৪। অ্যাকোয়ারিয়াম বক্সে পানি সরবরাহ করি।
৫। সার্কিটে প্রয়োজনীয় পাওয়ার সরবরাহ করে সার্কিট চালু করার ব্যবস্থা গ্রহণ করি
৬। থার্মিস্টার TH কে মুক্ত বাতাসে রেখে VR, কে পুরোটা খুলে সার্কিট চালু করি।
৭। ভেরিয়্যাবল রেজিস্টর VR, VR ও VR গুলোকে নানাভাবে ঘুরিয়ে সার্কিটকে নিয়ন্ত্রণ করি।
৮। পরবর্তীতে থার্মিস্টারকে অ্যাকোয়ারিয়ামের পানিতে ডোবাই।
৯। VR, কন্ট্রোল রেজিস্টরটি ঘুরিয়ে রিলে ON করি।
১০। অ্যাকোয়ারিয়ামের পানির তাপমাত্রা প্রয়োজনীয় সীমায় পৌঁছালে VR এর সাথে VR, কেও Adjust করি।
১১। VR, কন্ট্রোল রেজিস্টরের সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করি।
১২। সার্কিটটি যদি সঠিকভাবে কাজ করে তাহলে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট লে-আউট তৈরি করি।
১৩। সার্কিট লে-আউট অনুযায়ী PCB তৈরির প্রক্রিয়াতে PCB তৈরি করি।
১৪। PCB ড্রিল করে প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করে ভালোভাবে সোল্ডারিং করি।
১৫ । সার্কিটটি সম্পূর্ণ তৈরি করা হলে এটি অ্যাকোয়ারিয়ামের ব্যবহার উপযোগী করে একটি কভার বক্সে বন্দি করি।
ডাটা অ্যান্ড রেজাল্ট (Data and results):
এ প্রজেক্টটি সম্পন্ন করার পর অ্যাকোয়ারিয়ামে সংযোগ করার মাধ্যমে কন্ট্রোল রেজিস্টর VRI, VR2. VR), এর সাহায্যেঅ্যাকোয়ারিয়ামের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হলো।
যাচাই প্রণালি (Testing procedure):
১। AC 220V এ কোনো সমস্যা আছে কি না লক্ষ করি।
২। মিটারের সাহায্যে ট্রান্সফরমারের ভালোমন্দ পরীক্ষা করি
৩। মিটারের সাহায্যে ট্রানজিস্টরটির ভালোমন্দ পরীক্ষা করি।
৪। মিটারের সাহায্যে ডায়োডগুলোর ভালোমন্দ পরীক্ষা করি।
৫। মিটারের সাহায্যে রেজিস্টরগুলোর ভালোমন্দ পরীক্ষা করি ।
৬। মিটারের সাহায্যে ক্যাপাসিটরগুলোর ভালোমন্দ পরীক্ষা করি।
৭। মিটারের সাহায্যে ভেরিয়্যাবল রেজিস্টরগুলোর ভালমন্দ পরীক্ষা করি।
৮। মিটারের সাহায্যে থার্মিস্টারের ভালোমন্দ পরীক্ষা করি।
৯। মিটারের সাহায্যে হিটারটির ভালোমন্দ পরীক্ষা করি।
১০। মিটারের সাহায্যে রিলেটির ভালোমন্দ পরীক্ষা করি।
১১। PCB-এর সমস্ত যন্ত্রাংশ ভালোভাবে সোল্ডারিং করা আছে কি না লক্ষ করি।
১২। PCB-এর কপার সংযোগ ঠিক আছে কি না যাচাই করি।
১৩। সার্কিটের কোনো স্থানে শর্ট আছে কি না মিটারের সাহায্যে পরীক্ষা করি।

রিপোর্ট তৈরিকরণ (Prepare of report):
এ প্রজেক্টটি সম্পন্ন করার মাধ্যমে একটি অ্যাকোয়ারিয়াম থার্মোস্ট্যাট সার্কিট সম্পর্কে দক্ষতা অর্জন করা হয়েছে। এখানে প্রথমে একটি সার্কিট নির্বাচন করে প্রয়োজনীয় মালামাল সংগ্রহের মাধ্যমে একটি PCB তৈরি করা হয়েছে। এ ধরনের প্রজেক্ট ব্যক্তিগত ব্যবহারিক কাজ অথবা বাজারজাতকরণের কাজে আসে। এ প্রজেক্টটি সম্পন্ন করার ফলে ছাত্রজীবন ও কর্মজীবনে অনেক উপকারে আসবে।
আরও দেখুনঃ