সাইকেল, ফ্রিকুয়েন্সি ও টাইম পিরিয়ডের এককসহ সংজ্ঞা

আজকে আমাদের আলোচনার বিষয় সাইকেল, ফ্রিকুয়েন্সি ও টাইম পিরিয়ডের এককসহ সংজ্ঞা

সাইকেল, ফ্রিকুয়েন্সি ও টাইম পিরিয়ডের এককসহ সংজ্ঞা

সাইকেল, ফ্রিকুয়েন্সি ও টাইম পিরিয়ডের এককসহ সংজ্ঞা

(ক) সাইকেল (Cycle) :

একটি পরিবাহী একটি উত্তর মেরু এবং একটি দক্ষিণ-মেরুর মাঝখানে বৃত্তাকারে একটি পথ যদি একবার পরিভ্রমণ করে, তবে একটি ভোল্টেজ তরঙ্গের সৃষ্টি হয়। এ তরঙ্গটিকে সাইকেল বলে। সাইকেলকে নিম্নলিখিত ভাবেও সংজ্ঞায়িত করা যায়- “কোন অল্টারনেটিং উপাদানের এক সেট পজিটিভ এবং নেগেটিভ মানকে সাইকেল বলে।

(খ) অল্টারনেশন (Alternation) :

ভোল্টেজ তরঙ্গের অর্ধাংশকে অল্টারনেশন বলে।

সাইকেল, ফ্রিকুয়েন্সি ও টাইম পিরিয়ডের এককসহ সংজ্ঞা

(গ) ফ্রিকুয়েন্সি (Frequency) :

এক সেকেন্ড সময়ে যতগুলো সাইকেল সম্পন্ন হয়, তাকে ফ্রিকুয়েন্সি বলে। এর প্রতীক f এবং একক সাইকেল/সেকেন্ড বা (Hz)।

(ঘ) পিরিয়ড (Period) :

এক সাইকেল সম্পন্ন হতে যে সময়ের প্রয়োজন হয়, তাকে পিরিয়ড বলে এর প্রতীক T এবং T = 1/f.

টাইম এবং স্পেস-ডিগ্রির মধ্যে সম্পর্ক :

উপরোক্ত ৫.৬ নং চিত্রে ভোল্টেজের মাত্রা বা মান উল্লম্ব রেখা দ্বারা এবং স্পেস-ডিগ্রি যার মধ্য দিয়ে কন্ডাক্টরটি অতিক্রান্ত হয়েছে- এটি আনুভূমিক রেখা দ্বারা চিত্রিত করা হয়েছে । উপরোক্ত তরঙ্গটি যে কন্ডাক্টর দ্বারা সৃষ্ট, সেই কন্ডাক্টরটি সম-কৌণিক বেগে ঘুরে।

 

সাইকেল, ফ্রিকুয়েন্সি ও টাইম পিরিয়ডের এককসহ সংজ্ঞা

 

কাজেই টাইম-ডিগ্রি এবং স্পেস-ডিগ্রির মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান এবং তরঙ্গ (ওয়েভ)টি আনুভূমিক রেখা বরাবর স্পেস ডিগ্রির পরিবর্তে সময় দ্বারা গঠন করা যেত। এরূপে 60-সাইকেল তরঙ্গের জন্যে 360° ডিগ্রির পরিবর্তে সময় হতো 1/60 সেকেন্ড। 60-সাইকেল তরঙ্গের জন্যে ডিগ্রি এবং সময়ের মধ্যকার মান নিম্নের চিত্রে (চিত্রঃ ৫.৭ দ্রষ্টব্য) দেখানো হল ।

ইলেকট্রিক্যাল টাইম-ডিগ্রি এবং স্পেস-ডিগ্রি :

একটি দু’পোল বিশিষ্ট অল্টারনেটরের ভিতরে একটি পরিবাহী বা কন্ডাক্টর 360 স্পেস-ডিগ্রি অতিক্রম করলে একটি সাইকেল উৎপন্ন হয়। যদি তরঙ্গের (Wave) ফ্রিকুয়েন্সি (Frequency) ‘T’ হয়, তবে ঐ সাইকেলের জন্যে সময় লাগবে I/f, সেকেন্ড। যদি 1/f সেকেন্ড সময়টিকে সমান 360 টি ভাগ করা হয়, তবে প্রতিটি ভাগকে বলা হয় এক ইলেকট্রিক্যাল টাইম-ডিগ্রি।

এখানে এক স্পেস- ডিগ্রি সমান এক ইলেকট্রিক্যাপ টাইম-ডিগ্রি। 4- পোপ বিশিষ্ট একটি অল্টারনেটরে পরিবাহীটি একবার ঘূর্ণনে 360 স্পেস-ডিগ্রি অতিক্রম করে, অর্থাৎ দু’টি উত্তর মেরু এবং দুটি দক্ষিণ-মেরু অতিক্রম করে। ফলে দু’ সাইকেল বিশিষ্ট একটি তরঙ্গের সৃষ্টি হয়।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

দু’ সাইকেল অর্থাৎ 360 x 2 = 720 ইলেকট্রিক্যাল টাইম-ডিগ্রি। এক্ষেত্রে এক স্পেস-ডিগ্রি সমান দু’ ইলেকট্রিক্যাল টাইম-ডিগ্রি। তাই নিশ্চিতভাবে বলা যায় যে, ইলেকট্রিক্যাল টাইম-ডিগ্রি এবং স্পেস-ডিগ্রির মধ্যে সম্পর্ক অল্টারনেটরের পোলের সংখ্যার উপর নির্ভরশীল।

আরও দেখুন :

Leave a Comment