Site icon Electrical Gurukul [ ইলেকট্রিকাল গুরুকুল ] GOLN

রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স সম্বলিত এসি সিরিজ সার্কিট অনুশীলনী ৯

রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স সম্বলিত এসি সিরিজ সার্কিট অনুশীলনী ৯

আজকে আমাদের আলোচনার বিষয় রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স সম্বলিত এসি সিরিজ সার্কিট অনুশীলনী ৯

রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স সম্বলিত এসি সিরিজ সার্কিট অনুশীলনী ৯

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

১। এসি সিরিজ সার্কিটের ভেক্টর চিত্র অঙ্কনের সময় কাকে ‘রেফারেন্স অ্যাক্সিস’ ধরা হয় এবং কেন ?

উত্তর :- কারেন্টকে ‘রেফারেন্স অ্যাক্সিস’ ধরা হয়, কারণ সিরিজ সার্কিটের সকল অংশে কারেন্ট একই থাকে এবং ভোল্টেজ বিভক্ত হয়।

২। ইম্পিড্যান্স কাকে বলে? এর একক কী ?

উত্তর :- একটি এক ফেজ সিরিজ সার্কিটের ইম্পিড্যান্স, সার্কিটের সকল রাশির (যা ওমে ব্যক্ত করা হয়) সমবায়, যা সার্কিটে কারেন্ট প্রবাহে বাধা দেয়। একে Z দ্বারা সূচিত করা হয় এবং এর একক ওম।

৩। ইম্পিড্যান্স ত্রিভুজ কী ?

উত্তর :- এসি সিরিজ সার্কিটের তিনটি উপাদান দ্বারা গঠিত একটি সমকোণী ত্রিভুজ, যার অনুভূমিক রেখা বা ভেক্টরটি রেজিস্ট্যান্স লম্ব রেখা বা ভেক্টরটি রিয়্যাকট্যান্স এবং অতিভুজ রেখা বা ভেক্টরটি ইম্পিড্যান্স হিসেবে ধরা হয়।

এর লম্ব ভেক্টরটির বিপরীত কোণকে ফেজ কোণ বলা হয়। এ ইম্পিড্যান্স ত্রিভুজের যে-কোনো দু’বাহু জানা থাকলে অজানা তৃতীয় বাহুটি নির্ণয় করা যায়।

৪। এসি সার্কিটে কারেন্টের ‘রেজিস্টিভ উপাদান’ কী?

উত্তর :- এসি সিরিজ সার্কিটের ভেক্টর চিত্র অঙ্কনের সময় কারেন্টের পরিবর্তে ভোল্টেজকে রেফারেন্স অ্যাক্সেস হিসেবে ধরা হলে কারেন্ট দুটি ভাগে বিভক্ত হয়। যে কারেন্ট ভোল্টেজের সাথে ‘ইন-ফেজ’ থাকে, অর্থাৎ I cost-কে রেজিস্টিভ উপাদান বলা হয়।

৫। এসি সিরিজ সার্কিটে ‘কোয়াড্রেচার’ কারেন্ট বা কারেন্টের রিয়্যাকটিভ উপাদান কী?

উত্তর :- এসি সিরিজ সার্কিটের ভেক্টর চিত্র অঙ্কনের সময় কারেন্টের পরিবর্তে ভোল্টেজকে রেফারেন্স হিসেবে ধরা হলে কারেন্টের যে উপাদানটি ভোল্টেজের চেয়ে 90° আগে বা পিছনে থাকে, অর্থাৎ রেফারেন্সের উপর লম্ব থাকে, সেই উপাদানটিকে কারেন্টের রিয়্যাকটিভ উপাদান বা I sine কে কোয়াড্রেচার কারেন্ট বলা হয় ।

৬। একটি এসি সিরিজ সার্কিটে কারেন্টের ‘রেজিস্টিভ উপাদান’ কোনটি?

উত্তর :- 1 cost Θ

৭। একটি এসি সিরিজ সার্কিটে কারেন্টের ‘রিয়্যাকটিভ উপাদান’ কোটি?

উত্তর :- I sine Θ

৮। একটি এসি সিরিজ সার্কিটে ‘ইন-ফেজ’ কারেন্ট কোনটি?

উত্তর :- I cost Θ

৯। একটি এসি সিরিজ সার্কিটে ‘কোয়াড্রেচার’ কারেন্ট কোনটি?

উত্তর :- I sine Θ

১০। একটি ক্যাপাসিটিভ সার্কিটে ‘ফেজ-কোণ’ নির্ণয়ে কী কী জানা থাকা আবশ্যক?

উত্তর :- ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স ও রেজিস্ট্যান্স।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

১১। এসি সিরিজের ক্ষেত্রে রেজোন্যান্ট-সার্কিট কাকে বলে?

উত্তর :- এসি সিরিজ সার্কিটে যখন ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স (X) এবং ক্যাপাসিটিভ (Xe) সমান হয়, তখন উক্ত সার্কিটারে রেজোন্যান্ট-সার্কিট বলে। অর্থাৎ, রেজোন্যান্স অবস্থায়, X = Xc

১২। জিরো লিডিং পাওয়ার ফ্যাক্টর বলতে কী বুঝায়?

উত্তর :- বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজকে ৯০°-তে লিড করে। এ ধরনের সার্কিটের পাওয়ার ফ্যাক্টর শূন্য (cos90° = 0) হয়। বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের এ পাওয়ার ফ্যাক্টরকে জিরো লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে ।

১৩। একটি RLC সিরিজ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন কর।

উত্তর :- নিম্নে RLC সিরিজ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করা হলো :

 

১৪। R-C সিরিজ সার্কিটের কারেন্ট ভোল্টেজের সাথে কী অবস্থায় থাকে?

উত্তর :- R-C সিরিজ সার্কিটের কারেন্ট ভোল্টেজের 90° লিডিং-এ থাকে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

১।RL সিরিজ সার্কিটের সার্কিট ডায়াগ্রাম ও ভেক্টর চিত্র অঙ্কন কর।

উত্তর :- নিম্নে RL সিরিজ সার্কিটের সার্কিট ডায়াগ্রাম ও ভেক্টর চিত্র অঙ্কন করা হলো :

 

 

২। একটি RC সিরিজ সার্কিট চিত্র অঙ্কন করে এর ভেক্টর এবং ওয়েভ চিত্র দেখাও।

উত্তর :- একটি RC সিরিজ সার্কিট চিত্র অঙ্কন করে এর ভেক্টর এবং ওয়েভ চিত্র দেখানো হল :

 

 

৪। একটি RLC সিরিজ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন কর, যখন XL > X হয় এবং এর ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন কর।

উত্তর :- নিম্নে RLC সিরিজ সার্কিটের ভেক্টর ও ওয়েভ ডায়াগ্রাম দেখানো হলো :

 

 

৬। একটি RLC সিরিজ সার্কিটের ইম্পিড্যান্স ত্রিভুজ অঙ্কন করে অঙ্কন পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

উত্তর :- নিম্নের চিত্রে দু’টি ‘ইম্পিড্যান্স ত্রিভুজের’ চিত্র দেখানো হয়েছে। (ক) নং চিত্রে। কে ‘রেফারেন্স’ ধরে এর ‘ইন- ফেজে’ R, তার 90° অগ্রগামীতে X এবং তার 90° পশ্চাৎগামীতে X, না এঁকে X-এর প্রাস্তভাগ হতে X -এর মান অনুযায়ী নিম্নমুখী আঁকা হয়েছে। X -এর প্রান্ত ভাগ রেফারেন্সের মূল-এর সাথে যোগ করা হয়েছে। এ রেখাটিই সার্কিটের ‘ইম্পিড্যান্স’ বা Z।

 

 

(খ) নং চিত্রটি (ক) নং চিত্রের অনুরূপ আঁকা হয়েছে। তবে পার্থক্য এই যে, x এর মান বেশি হওয়ায় এটির প্রাস্তভাগ হতে X,, আঁকা হয়েছে ।

আরও দেখুন : 

Exit mobile version