আজকে আমাদের আলোচনার বিষয়-কার কম্বিনেশন লক।
কার কম্বিনেশন লক
ভূমিকা (Introduction):
এ প্রশ্নেটি হচ্ছে একটি ইলেকট্রনিক সিকিউরিটি লক। এ লক খোলার জন্য সঠিক নম্বর ডায়ালিং করতে হয়। সার্কিটের মাধ্যমে এ লক খোলা ও বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হয়। এ গরুগুলো গাড়িতে ব্যবহৃত হয়। নম্বর দ্বারা এ লক আটকানো হয়। পরবর্তীতে সঠিক নম্বর ডায়াল করে এ লক খোলার ব্যবস্থা নিতে হয়। এটা একটি সেফটি লক।
প্রয়োজনীয় যন্ত্রাংশ (Essential parts):
১। টাইমার আইসি (IC-555)- ১ টি
২। কাউন্টার আইসি (IC 4017)- ৪টি
৩। ট্রানজিস্টর (TR-BC-148)- ৪টি
৪। ক্যাপাসিটর (Capacitor 10pE, 16V)- ১ টি
৫।cafera (Resistor-820k-Gray-Red-Yellow-Golden)- ১ টি
৬। রেজিস্টর (Resistor-470B- Yellow Violet Brown-Golden)- ১ টি
৭। রিলে (Rellay 9V)- ১ টি
৮। আইসি বেস (IC: Base-8 pin)- ১ টি
৯। আইসি বেস (IC Base 16 pin) – ১টি
১০। পিসিবি (PCB)-১টি
১১। ট্রেইনার বোর্ড (Trainer board)- ১ টি
১২। মাল্টিমিটার (Multimeter)- ১ টি
১৩। সোল্ডারিং আয়রন ( Soldering iron)- ১ টি
১৪। সোল্ডারিং লেড (Soldering lead)- প্রয়োজনমত
১৫। কানেকটিং ওয়্যার (Connecting wire)- ১ টি
১৬। পুশ অন সুইচ (Push on Switch)-প্রয়োজনমত
১৭। ব্যাটারি (Battery-9V)- ১ টি

সার্কিট বর্ণনা (Circuit description) :-
এ সার্কিটে চারটি টাইমার আইসি IC 555 এবং একটি কাউন্টার IC 4017 ব্যবহৃত হয়। পুশ টু অন সুইচ IC 555 এর 2 নং পিন ও গ্রাউন্ড-এর সাথে সংযুক্ত থাকে। যখন সুইচগুলো একটি নির্দিষ্ট সিরিয়াল প্রেস করা হয় চারটি আইসির 3 নং পিনের মাধ্যমে আউটপুট সিগন্যাল IC4017 এর 14নং পিনে যায়।
IC4017 এর আউটপুট ও নং পিন রেজিস্টর 470E এর সাহায্যে ট্রানজিস্টর BC 148 টি ON হয় ফলে রিলেটি ON হয়। অর্থাৎ সুইচিং ক্রিয়া অনুযায়ী আইসির মাধ্যমে রিলে ON/OFF হয়। আর এ রিলে ON OFF এর মাধ্যমে লক • ON OFF হয়। সুইচিং ইনফরমেশনগুলো সবসময় স্মরণ রাখতে হয়।
সার্কিট ডায়াগ্রাম (Circuit diagram):
কার্যপ্রণালি (Working procedure):
১। একটি ‘কার কম্বিনেশন লক’ এর সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করি।
২। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করি।
৩। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ট্রেইনার বোর্ডে সার্কিটটি সাজাই।
৪। সার্কিটটির সাথে চারটি সুইচ সংযোগ করি।
৫। সার্কিটের সাথে রিলেটি সংযুক্ত করি।
৬। সার্কিট ও রিলেতে 9V ডিসি সরবরাহের ব্যবস্থা করি।
৭। রিলের সাথে ইগনিশন সুইচিং সংযোগ করি।
৮। সুইচিং ক্রিয়া সম্পন্ন করি, অর্থাৎ সুইচিং নম্বর প্রেস করি এবং লক পর্যবেক্ষণ করি।
৯। সার্কিটটি যদি সঠিকভাবে কাজ করে তাহলে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী একটি সার্কিট লে-আউট তৈরি করি।
১০। সার্কিট লে-আউট অনুযায়ী PCB তৈরির প্রক্রিয়াতে PCB তৈরি করি।
১১। PCB ড্রিল করি এবং উক্ত PCB ডে প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করি। যার ধরন নিচের মাধ্যমে দেখানো হলো-
রিপোর্ট তৈরিকরণঃ
এ প্রজেক্টটি সম্পন্ন করার মাধ্যমে একটি কার কম্বিনেশন লক এর সার্কিট সম্পর্কে দক্ষতা অর্জন করা হয়েছে। এখানে একটি সার্কিট নির্বাচন করে প্রয়োজনীয় মালামাল সংগ্রহের মাধ্যমে একটি PCB তৈরি করা হয়েছে। এ ধরনের প্রজেক্ট ব্যক্তিগত ব্যবহারিক কাজে অথবা বাজারজাতকরণের কাজে আসবে। এ প্রজেক্ট সম্পন্ন করার ফলে ছাত্রজীবন ও কর্মজীবনে অনেক উপকারে আসবে।
আরও দেখুনঃ