আজকে আমাদের আলোচনার বিষয় – কনডেন্সার বা ডাইভার্টার এর কার্য।যা “ বজ্রপাত আরক্ষা ব্যবস্থা” অধ্যায় এর অন্তর্ভুক্ত।
কনডেন্সার বা ডাইভার্টার এর কার্য
লাইটনিং এবং সুইচিং অপারেশন থেকে উৎপন্ন ট্রাভেলিং ওয়াড খুব তীক্ষ্ণ চূড়াবিশিষ্ট হয় বিধায় স্ট্রেস (Stress) খুব বেশি হয়। কাজেই ইলেকট্রোস্ট্যাটিক কন্ডেন্সার বা স্ট্যাটিক কন্ডেন্সার ট্রান্সমিশন লাইন এবং আর্থের মাঝে ব্যবহার করে লাইন এবং লাইনে সংযুক্ত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, যেমন- ট্রান্সফরমার ওয়াইন্ডিংকে হাই ফ্রিকুয়েন্সি ওসিলেশন (High Frequency Oscillation)-জনিত ক্ষতি থেকে রক্ষা করা যায়।
ক্যাপাসিটরের সংযোগ দেখানো হয়েছে। আমরা জানি, ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স এর মান X = 1/2 x / C অর্থাৎ, ফ্রিকুয়েন্সির সাথে রিয়াক্টেন্সের মান ব্যস্তানুপাতিক। ফ্রিকুয়েন্সি বাড়লে রিয়্যাকটেন্স কমে, ফ্রিকুয়েন্সি কমলে রিয়্যাকটেন্স বাড়ে। যেহেতু সার্জ ভোল্টেজ সাধারণত খুব হাই ফ্রিকুয়েন্সি বিশিষ্ট হয়ে থাকে, সেহেতু এ সময় ক্যাপাসিটর শর্ট সার্কিট হিসেবে কাজ করে এবং ডিসচার্জ কারেন্ট অতি সহজে আর্থে চলে যায়। অন্য দিকে রেটেড ভোল্টেজে এবং স্বাভাবিক পাওয়ার ফ্রিকুয়েন্সিতে (50 সাইকেল/ সেকেন্ড)
এটি উচ্চ রিয়াক্ট্যান্স প্রদান করায় ইনসুলেটর বা ওপেন সার্কিটের মতো আচরণ করে। ফলে খুব নগণ্য কারেন্ট কন্ডেন্সারের মধ্য দিয়ে আর্থে যায়। এছাড়াও কন্ডেন্সার লো ভোল্টেজ, হাই ফ্রিকুয়েন্সিজনিত ক্ষতি থেকে ট্রান্সফরমারকে রক্ষা করে। কন্ডেনসার ট্রাভেলিং ওয়েভ ফ্রন্টের তীক্ষ্ণতা (Strepness) অনেকাংশে কমিয়ে দেয় এবং এটি দিয়ে তৈরি এনার্জিকে অন্য দিকে রিফ্লেক্ট (Reflect) করে দেয়, শোষণ (Absorption) করতে পারে না।
কাজেই একটি রেজিস্টর কন্ডেন্সারের সাথে সিরিজে সংযুক্ত করলে কিছু অ্যানার্জি অপচয় করতে পারে এবং অবশিষ্ট অংশ ডাইভার্ট করে দেয়। প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত কন্ডেন্সারের ইলেকট্রোডসমূহ সিলভার প্লেটিং করা তাকে এবং ডাই ইলেকট্রিক হিসেবে অ্যাসিটাইল সেলুলোজ (Acetyl Cellulose) ব্যবহার করা হয়।
অনেক সময় একটি ইন্ডাক্ট্যান্সের সাথে প্যারালালে রেজিস্ট্যান্স যুক্ত করে কম্বিনেশনটি লাইনের সাথে সিরিজে বসিয়ে সার্জ অ্যাবজরবারের কাজ করানো হয়। যা চিত্রে দেখানো হয়েছে।হাই ফ্রিকুয়েন্সি বিশিষ্ট কারেন্ট ডিসচার্জের সময় ইন্ডাক্ট্যান্স হাই ইম্পিডেন্স প্রদর্শন করে। এ অবস্থায় ডিসচার্জ কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাওয়ার সময় অপচয় হয়। কিন্তু স্বাভাবিক ফ্রিকুয়েন্সিতে ইন্ডাক্ট্যান্স
আরও দেখুনঃ