বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রে এসি সার্কিটের গুরুত্ব

আজকে আমাদের আলোচনার বিষয় বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রে এসি সার্কিটের গুরুত্ব

বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রে এসি সার্কিটের গুরুত্ব

 

বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রে এসি সার্কিটের গুরুত্ব

 

বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রে এসি সার্কিটের গুরুত্ব

পাওয়ার হাউজ বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ উৎপাদন, ট্রান্সমিশন লাইনের সাহায্যে প্রেরণ ও বিতরণ এবং কলকারখানা ও গৃহস্থালি কাজে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে এর ব্যবহার সবকিছুকে মিলিয়ে বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্র হিসেবে ধরা হয়।

যেহেতু বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকেই সার্কিট বলা হয়, সেহেতু বিদ্যুৎ উৎপত্তিস্থল হতে নির্গত হয়ে বিভিন্ন পথ এবং ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির মধ্য দিয়ে পরিক্রমার পর আবার উৎপত্তিস্থলেই এর নিষ্পত্তি ঘটে বিধায় সার্কিটের প্রয়োজন পড়ে। তাই সার্কিটের প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম।

১। প্রথমেই ধরা যাক বিদ্যুৎ উৎপাদনের কথা। বিদ্যুৎ উৎপাদন যন্ত্রের নাম জেনারেটর এবং এটা দু’ধরনের হয়-

(ক) ডিসি জেনারেটর,
(খ) এসি জেনারেটর বা অল্টারনেটর।

(ক) ডিসি জেনারেটরের অভ্যন্তরে বা আরমেচারে এসি বা অল্টারনেটিং কারেন্ট উৎপন্ন হয়। এ কারেন্টকে বাইরে আনার সময় কমুটেটরের মধ্য দিয়ে আনতে হয়। এ কমুটেটরই এসিকে ডিসিতে রূপান্তরিত করে। এটি একটি সমস্যা এবং এ সমস্যার কারণে ডিসি জেনারেটরের সাহায্যে বেশি ভোল্টেজ উৎপাদন করা সম্ভব হয় না। সর্বোচ্চ 1500 ভোল্ট পর্যন্ত উৎপাদন করা সম্ভব হয়েছে।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

(খ) ১। এসি জেনারেটর বা অল্টারনেটরের অভ্যন্তরে বা স্ট্যাটরে এসি উৎপন্ন হয় এবং এ এসিকে দু’টি বা তিনটি স্লিপ রিং-এর সাহায্যে সরাসরি বাইরে আনা হয়। ফলে কোন সমস্যার উদ্ভব ঘটে না। এ ছাড়াও এ জেনারেটরের আরো একটা বাড়তি সুবিধা হল—

এক ফেজে অর্থাৎ দু’ তার দিয়ে কারেন্ট আনা নেয়ার পরিবর্তে তিন ফেজে তিন-তার দিয়ে কারেন্ট বাইরে আনা যায়। ফলে উৎপাদিত ভোল্টেজের পরিমাণও বেশি অর্থাৎ সর্বোচ্চ 16,500 ভোল্ট।

২। এরপর প্রেরণ বা ট্রান্সমিশন লাইনের সাহায্যে উৎপাদিত বিদ্যুৎকে ট্রান্সফরমারের সাহায্যে বহুগুণ বৃদ্ধি করে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বহুদূরে ব্যবহারকারী বা গ্রাহকের কাছাকাছি কোন উপকেন্দ্রে নেয়া হয় ।

৩। তারপর উপকেন্দ্র হতে আবারও ট্রান্সফরমারের সাহায্যে কমিয়ে ব্যবহার উপযোগী বিদ্যুৎকে বিতরণ বা ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে ব্যবহারকারী বা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছিয়ে দেয়া হয়।

৪। কলকারখানায় এবং গৃহস্থালি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি এসি সরবরাহের উপযোগী করে তৈরি করা হয়। কারণ ডিসি সরবরাহে ব্যবহৃত যন্ত্রপাতির তুলনায় পূর্বোক্ত যন্ত্রপাতির আকার-আকৃতি সহজ-সরল, দক্ষতা বেশি এবং দাম কম ।

 

বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রে এসি সার্কিটের গুরুত্ব

 

উপরোক্ত সবগুলো কাজই সার্কিটের সাহায্যে করা হয় এবং সরবরাহ হিসেবে এসি ব্যবহৃত হয়। তাই এ সার্কিটকে এসি সার্কিট বলা হয় এবং এ কারণেই এসি সার্কিটের প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম, তাই অপরিহার্যও বটে।

আরও দেখুন :

Leave a Comment